পরিবারের অনুরোধে প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি দিল ইরান


ইরানে এক ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার তরুণীর পরিবার চেয়েছিল বিচার যেন সবার সামনে হয়। তাদের এই অনুরোধ অনুযায়ী আদালত রায় কার্যকর করেছে।
ঘটনাটি ঘটে উত্তর-পূর্ব ইরানের বুকান শহরে। ওই ধর্ষক এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে। এরপর মামলার সব আইনি প্রক্রিয়া শেষ করে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।
ইরানের আদালতবিষয়ক সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, পুরো বিচার প্রক্রিয়ায় নিহত তরুণীর পরিবার সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তারাই ধর্ষকের শাস্তি যেন জনসমক্ষে দেওয়া হয়—এই দাবি জানান। বিচারকরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে তাদের অনুরোধ মঞ্জুর করেন।
প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেন, “সাধারণ মানুষ এই মামলার দিকে নজর রাখছিল, তাই আমরা এটির ওপর আলাদা গুরুত্ব দিয়েছি।”
গত মার্চে প্রথম দফায় মৃত্যুদণ্ডের আদেশ আসে। পরে ইরানের সর্বোচ্চ আদালতও তা বহাল রাখে। এরপরই দণ্ড কার্যকরের ব্যবস্থা নেয়া হয়।
ইরানে ধর্ষণ ও হত্যার মতো অপরাধের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। অনেক সময় এই সাজা জনসমক্ষে কার্যকর করা হয়, যেন এমন অপরাধ না ঘটে এবং সবাই সাবধান থাকে।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন