শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোয়ন দিলেন নেতানিয়াহু


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মর্যাদাসম্পন্ন নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে নেতানিয়াহু নিজ হাতে এই সংক্রান্ত একটি চিঠি ট্রাম্পের কাছে হস্তান্তর করেন। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (৮ জুলাই) এ তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তিনি ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছেন। পরে সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, “আমরা এমন দেশগুলোর সঙ্গে কাজ করছি, যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ফিলিস্তিনিদের জন্য একটি ভালো ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে পারে।”
তবে নেতানিয়াহুর এই মনোনয়ন আদৌ নোবেল কমিটির বিবেচনায় এসেছে কি না, কিংবা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের প্রেক্ষাপটে এই মনোনয়ন রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে। বিশেষ করে ট্রাম্প ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ককে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন পূর্বে ইসরায়েলের পক্ষে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া। এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ফিলিস্তিনিদের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দেয়।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন