শর্তসাপেক্ষে গাজায় যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সাথে একটি স্থায়ী চুক্তি করতে প্রস্তুত ইসরাইল। তবে এজন্য শর্ত দিয়েছেন তিনি। খবর আরব নিউজের।
বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির আগে হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে এবং গাজা থেকে তাদের নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে। ইসরাইলের এ শর্তে রাজি না হলে, পরবর্তীতে সংঘাত আরো বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নেতানিয়াহু জানান, ইসরাইলের প্রধান শর্ত হলো হামাস তার অস্ত্র জমা দেবে এবং আর তাদের শাসন বা সামরিক ক্ষমতা থাকবে না।
তিনি বলেন, ‘যদি ৬০ দিনের আলোচনায় চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে আমাদের অন্য উপায়ে এটি অর্জন করতে হবে, আমাদের সেনাবাহিনীর শক্তি ব্যবহার করার মাধ্যমে।’
সাময়িক যুদ্ধবিরতির জন্য রোববার কাতারের দোহায় পরোক্ষ আলোচনা শুরু করেছে ইসরাইল এবং হামাসের প্রতিনিধিদল ।
নেতানিয়াহু বুধবার বলেছেন, হামাসের হাতে বন্দি ২০ জন ইসরাইলি নাগরিকের মুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন।
ওয়াশিংটন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘৬০ দিনের এই সাময়িক যুদ্ধবিরতির শুরুতে, আমরা যুদ্ধের স্থায়ী অবসানের জন্য আলোচনা শুরু করবো।’
বুধবার হামাস জানিয়েছে, তারা ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিতে রাজি। তবে তারা চুক্তিতে গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর উপস্থিতির বিষয় অন্তর্ভূক্ত করার বিরোধিতা করছে।
গাজায় মানবিক সংকট কমাতে ত্রাণ সরবরাহের অবাধ প্রবাহ এবং স্থায়ী শান্তির প্রকৃত নিশ্চয়তা চায় হামাস।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন