KOFIPOST

KOFIPOST

জাতিসংঘের প্রতিবেদন

গুগল, মাইক্রোসফট, অ্যামাজনসহ ৪৮টি বড় বড় করপোরেট প্রতিষ্ঠান গাজায় ‘গণহত্যায়’ সহযোগিতা করছে

মোঃ মাসুদ রানা
অ+
অ-
গুগল, মাইক্রোসফট, অ্যামাজনসহ ৪৮টি বড় বড় করপোরেট প্রতিষ্ঠান গাজায় ‘গণহত্যায়’ সহযোগিতা করছে

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ এক প্রতিবেদনে ইসরায়েলের দখলদারিত্ব ও গাজায় গণহত্যায় সহযোগী ৪৮টি বড় করপোরেট প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছেন। এতে মাইক্রোসফট, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, অ্যামাজন, আইবিএম, পালান্টির, কেটারপিলার, ভলভোসহ বহু প্রযুক্তি ও অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান জড়িত বলে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, এসব কোম্পানি নজরদারি, অস্ত্র, প্রযুক্তি, অবকাঠামো ও অর্থায়নের মাধ্যমে দখলদার অর্থনীতিকে মুনাফার উৎসে পরিণত করেছে। ব্ল্যাকরক ও ভ্যাঙ্গার্ডসহ বহু বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইসরায়েলি যুদ্ধ অর্থনীতিতে বিপুল বিনিয়োগ করেছে।


প্রতিবেদনে এই কর্মকাণ্ডকে "গণহত্যার অর্থনীতি" ও "ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ" হিসেবে বর্ণনা করা হয়। ২০২৩ সালের যুদ্ধ শুরুর পর সামরিক বাজেট বেড়েছে ৬৫%, তেল আবিব স্টক মার্কেট বেড়েছে ১৭৯%। এই মুনাফাই ইসরায়েলের সহিংসতা থামতে দিচ্ছে না বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।


সোর্স: আলজাজিরা

ট্যাগস:

ফিলিস্তিনগাজাগণহত্যা

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন