লন্ডনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক


লন্ডনে ফিলিস্তিন অ্যাকশন নামের সংগঠনকে সমর্থন জানিয়ে হওয়া বিক্ষোভ থেকে শনিবার চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাজ্য সরকার সম্প্রতি সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করেছে। খবর: টিআরটি ওয়ার্লড
শনিবার কয়েকশ বিক্ষোভকারী ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেন। তাঁদের হাতে লেখা প্ল্যাকার্ডে দেখা যায়, “গণহত্যার বিরোধিতা করি, ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি।”
রাজধানীর মেট্রোপলিটন পুলিশ (মেট) জানিয়েছে, বিক্ষোভ থেকে ৪২৫ জনের বেশিকে আটক করা হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, অধিকাংশ গ্রেপ্তার সংগঠনটির প্রতি সমর্থন জানানোর অভিযোগে হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত পলি স্মিথ বলেন, “আমরা সন্ত্রাসী নই। এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।” অন্যদিকে ৬২ বছর বয়সী এক কোম্পানির প্রধান নির্বাহী নাইজেল বলেন, “সরকার জুলাইয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। গণহত্যা ঠেকাতে সময় ব্যয় করা উচিত, প্রতিবাদ ঠেকাতে নয়।” কথা বলার কিছুক্ষণ পর তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। মেট পুলিশের তথ্যমতে, অন্তত ২৫ জনকে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে।
মেটের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট বলেন, পুলিশ সদস্যরা অসহনীয় আক্রমণের শিকার হয়েছেন। ঘুষি মারা, লাথি মারা, এমনকি থুতু নিক্ষেপ করা হয়েছে। তিনি আরও জানান, “আমাদের দায়িত্ব হলো আইনের প্রয়োগ নিশ্চিত করা এবং প্রতিবাদকারীরা যাতে নিরাপদে মত প্রকাশ করতে পারেন, তা দেখা।”
উল্লেখ্য, যুক্তরাজ্যের ২০০০ সালের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ফিলিস্তিন অ্যাকশনকে নিষিদ্ধ করা হয়। সমালোচকরা, যার মধ্যে জাতিসংঘ (ইউএন) ও বিভিন্ন মানবাধিকার সংগঠনও রয়েছে, এ নিষেধাজ্ঞাকে বাকস্বাধীনতার জন্য হুমকি এবং আইনের অপব্যবহার বলে মন্তব্য করেছেন।
এর আগে এ ধরনের বিক্ষোভ থেকে ৮০০ জনেরও বেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৩৮ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন বা সমর্থনে উৎসাহ দেওয়ার অভিযোগ আনা হয়। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে অধিকাংশের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে, আর আয়োজকরা দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৪ বছরের সাজা পেতে পারেন।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন