রেড সাগরে ইয়েমেন উপকূলে ম্যাজিক সিস জাহাজে হুথিদের হামলা


রেড সাগরের দক্ষিণ-পশ্চিম ইয়েমেন উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এতে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অমান্য করে হুথি বিদ্রোহীরা নতুন করে আক্রমণ শুরু করতে যাচ্ছে। খবর আলজাজিরা।
নৌ-নিরাপত্তা সংস্থা সূত্রে জানা গেছে, হামলার শিকার জাহাজটির নাম ম্যাজিক সিজ। এটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং গ্রিসের মালিকানাধীন একটি বাল্ক ক্যারিয়ার।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এবং অ্যামব্রে সিকিউরিটি জানিয়েছে, আটটি ছোট বোট প্রথমে জাহাজটিকে গুলি ও রকেটচালিত গ্রেনেড দিয়ে আক্রমণ করে। অ্যামব্রে আরও জানায়, পরে চারটি সি-ড্রোন (সমুদ্রে চালিত ড্রোন) জাহাজটিতে আঘাত হানে, যার ফলে জাহাজের বাম পাশে বিস্ফোরণ ঘটে এবং কার্গো ক্ষতিগ্রস্ত হয়।
জাহাজটিতে পানি ঢুকে গেছে এবং বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত ক্রুদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা জাহাজ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।
গত বছর গাজায় ইসরায়েলি হামলার পর থেকে হুথিরা বেশ কিছু সামুদ্রিক আক্রমণ চালিয়েছে। তবে মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক অঘোষিত যুদ্ধবিরতির পর এসব হামলা অনেকটাই থেমে গিয়েছিল। আজকের হামলার আগে হুথিরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে, যেটি ইসরায়েল প্রতিরোধ করা করেছে বলে জানা গেছে।
এই সামুদ্রিক হামলা এমন সময় হলো, যখন যুক্তরাষ্ট্র ইরান আর ইসরায়েলের মধ্যে নতুন এক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছে। ইরান হুথিদের সাহায্য করে এবং হুথিরা ইরানের নেতৃত্বাধীন "প্রতিরোধ ফ্রন্ট"-এর গুরুত্বপূর্ণ সদস্য।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন