তামিম ভাইয়ের খেলা ফলো করতাম: ইমন


শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ৬৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি, যা তাকে আলোচনায় নিয়ে এসেছে।
তৃতীয় ওয়ানডের আগের দিন, আজ সোমবার পাল্লেকেল্লেতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ইমন। জানতে চাওয়া হয়—শেষ ম্যাচে কেমন পরিকল্পনায় ভালো খেলেছেন? উত্তরে তিনি বলেন, “আমি চেষ্টা করি পরিস্থিতি অনুযায়ী খেলার। আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।”
তামিম ইকবালকে নিজের ক্রিকেটীয় আদর্শ হিসেবে উল্লেখ করে ইমন বলেন, “তামিম ভাইয়ের খেলা অনেক ফলো করতাম। বিরাট কোহলিও শেষের দিকে ভালো লাগতো। এখন ট্রাভিস হেডের ব্যাটিং খুব ভালো লাগে।”
আগামী ম্যাচের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ইমন জানান, “এখনও কিছু জানি না বৃষ্টির ব্যাপারে। আমরা স্বাভাবিক ম্যাচের জন্য প্রস্তুত আছি।”
গত ম্যাচে বাংলাদেশের জয় এসেছে স্পিনারদের দারুণ পারফরম্যান্সে। সে প্রসঙ্গে ইমন বলেন, “নিশ্চয়ই ভালো লেগেছে। মিরাজ ভাই, পাটোয়ারী ভাই আর তানভীর ভাই দারুণ করেছে।”
শ্রীলঙ্কান লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বিপক্ষে খেলার অভিজ্ঞতা জানিয়ে ইমন বলেন, “ও ভালো বোলার। তবে খুব একটা কষ্ট দেয়নি। আমি যেটা আউট হয়েছি, সেখানে লাইনে ভুল করেছি। এখন বিশ্ব ক্রিকেটে লেগ-স্পিনারদের গুরুত্ব অনেক বেড়েছে। আমাদের রিশাদও ভালো করছে। সুযোগ পেলে ইনশাল্লাহ ভালো করবে।”
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন