KOFIPOST

KOFIPOST

লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও থেমে গেলেন কেন মুল্ডার?

রাফসান শাকিল
রাফসান শাকিল

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫, ১:১৯ পিএম

অ+
অ-
লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও থেমে গেলেন কেন মুল্ডার?

টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ঐতিহাসিক ৪০০ রানের রেকর্ড আজও অক্ষুণ্ণ। অনেকে ভাবেনও না যে, কেউ এই রেকর্ডের ধারে-কাছেও যেতে পারেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার এক ম্যাচেই সেই সুযোগ পেয়েছিলেন—যেখানে লারার রেকর্ড ভাঙার পথও খুলে গিয়েছিল তার সামনে।


টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে মাত্র ৪ সেশনেই ৩৬৭ রান করে ফেলেন মুল্ডার। লারাকে ছোঁয়ার বাকি তখন মাত্র ৩৩ রান। এমন অবস্থায় ইনিংস ঘোষণা করা একেবারেই অপ্রত্যাশিত ছিল। বিশ্বজুড়ে ক্রিকেটভক্তরা তখন অপেক্ষা করছিলেন, হয়তো নতুন ইতিহাস রচিত হবে। লারাভক্তদের মনেও শঙ্কা—ভাঙতে যাচ্ছে তাদের প্রিয় তারকার রেকর্ড!


কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুল্ডার ৩৬৭ রানে থেকেই ইনিংস ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকার দল তখন ছিল ৬২৬/৫। দ্বিতীয় দিনের খেলা শেষে প্রোটিয়া কিংবদন্তি শন পোলক প্রকাশ করেন সবার মনে জমে থাকা প্রশ্ন- মুল্ডার রেকর্ডটা কেন ভাঙলেন না?


জবাবে মুল্ডার বলেন, ‘আমার মনে হয়েছিল, আমরা যথেষ্ট রান করে ফেলেছি। এখন আমাদের বোলিং দরকার। আর সত্যি বলতে, ব্রায়ান লারা একজন কিংবদন্তি, তাঁর প্রতি আমার সম্মান আছে।’

ট্যাগস:

ক্রিকেটব্রায়ান লারা

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন