সংখ্যালঘু নির্যাতন ও মঠ-মন্দির ভাঙচুরের অভিযোগে ৮ দফা দাবীতে সনাতনী জোটের প্রতিবাদ


সারা দেশে বিভিন্ন স্থানে মঠ-মন্দির ভাঙচুর, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন, ধর্ষণ, হত্যার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ এনে ৮ দফা দাবীতে মানববন্ধন করেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা।
শুক্রবার (১১ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভে তারা ৮ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সনাতনী জোটের নেতারা বলেন, অপরাধীদের যথাযথ বিচার না হওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ভয়াবহ হামলা ও নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে। তারা অবিলম্বে এসব ঘটনার অবসান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে ৮ দফা দাবী উপস্থাপন করেছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বিশেষ করে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সব কারাবন্দি সংখ্যালঘু নেতাদের নিঃশর্ত মুক্তি, মন্দির ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রক্ষা, এবং ঘটিত সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। পাশাপাশি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর লাঞ্ছিত হওয়া ঘটনায় দ্রুত বিচার ও সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারেরও দাবি করেন।
সনাতনী জোটের আইনজীবী ও প্রতিনিধিরা বলেন, দেশের সংস্কার কমিশনগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়কে উপেক্ষা করা হচ্ছে। তারা বলেন, নতুন বাংলাদেশ গঠনে সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন।
সমাবেশে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, দীর্ঘদিনের বৈষম্য ও অবহেলা বন্ধ করে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সব সরকারের আমলেই অবহেলিত ও নির্যাতিত এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত। দীর্ঘদিনের এই শোষণ-বঞ্চনা থেকে মুক্তির জন্য সনাতনী সম্প্রদায়ের প্রাণের দাবি ৮ দফা দ্রুত বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
বক্তারা অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সবার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ ছাড়া অনতিবিলম্বে ড. কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন