KOFIPOST

KOFIPOST

ভারতের উত্তর প্রদেশে গরু বহনের সন্দেহে মুসলিম ট্রাকচালককে পিটিয়ে হত্যা

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫, ৪:২৩ পিএম

অ+
অ-
ভারতের উত্তর প্রদেশে গরু বহনের সন্দেহে মুসলিম ট্রাকচালককে পিটিয়ে হত্যা

ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার বাদাউন রোডের পাটান দেবকালি এলাকায় গরু বহনের সন্দেহে এক মুসলিম ট্রাকচালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে কানওয়ারিয়া যাত্রার অংশগ্রহণকারীরা। ঘটনাটি ঘটে কানওয়ার যাত্রার সময়, যখন অভিযুক্তরা দুর্গন্ধের অজুহাতে ট্রাকটি থামিয়ে দেয়। খবর মুসলিম মিরর।


স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা ট্রাক তল্লাশি করে পশুর চামড়া পায়। কিন্তু কর্তৃপক্ষকে খবর না দিয়ে তারা চালককে নির্মমভাবে মারধর করে। এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা পরে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।


ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, পুলিশ সদস্যরা কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও ভয়াবহ এই হামলা ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মানবাধিকার কর্মীরা পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে বলেছেন, সময়মতো হস্তক্ষেপ করা হলে চালকের প্রাণ রক্ষা করা যেত।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের এ ধরনের নিষ্ক্রিয়তা হামলাকারীদের বারবার আইন ভাঙতে উৎসাহিত করছে। তারা আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কানওয়ার যাত্রার সময় মুসলিমদের ওপর হামলা, গণপিটুনি, দোকান ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বেড়েই চলেছে। অধিকাংশ ক্ষেত্রেই হামলাকারীরা শাস্তি এড়াতে সক্ষম হচ্ছে।


মানবাধিকার সংগঠনগুলো বলছে, মুসলিমদের দাড়ি বা পরিচয় দেখে অথবা গরু বহনের সন্দেহে হামলার ঘটনা এখন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার স্পষ্ট প্রমাণ।

ট্যাগস:

ভারতউত্তর প্রদেশমুসলিম নিপীড়নহিন্দুত্ববাদী

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন