KOFIPOST

KOFIPOST

স্বদেশের মাটিতে পা রেখেই জুতা খুলে এক মুঠো মাটি হাতে নিলেন তারেক রহমান

রাফসান শাকিল
অ+
অ-
স্বদেশের মাটিতে পা রেখেই জুতা খুলে এক মুঠো মাটি হাতে নিলেন তারেক রহমান

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে এক আবেগঘন মুহূর্ত তৈরি করলেন বিএনপি নেতা তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর থেকে বের হওয়ার পর তিনি এক অনন্য নজির স্থাপন করেন। বাসটিতে ওঠার ঠিক আগ মুহূর্তে তিনি নিজের জুতা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে দাঁড়ান। এসময় তিনি দুই হাত দিয়ে পরম মমতায় এক মুঠো মাটি তুলে নেন। জন্মভূমির প্রতি এমন ভালোবাসা দেখে সেখানে উপস্থিত হাজারো নেতা-কর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন। এর আগে বিমানবন্দরে পৌঁছালে তাকে এবং তার পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের শীর্ষ নেতারা।

ফেসবুক

টেলিগ্রাম

তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানও দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। সিনিয়র নেতাদের মধ্যে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর তারেক রহমান একটি বিশেষ বুলেট প্রুফ বাসে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। লাল ও সবুজ রঙের এই বাসের গায়ে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি অঙ্কিত রয়েছে। বাসের সামনের অংশে সবার আগে বাংলাদেশ স্লোগানটি স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিমানবন্দর এলাকা থেকে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট রাস্তা হয়ে এভারকেয়ার হাসপাতালের দিকে যাত্রা করেন। পথে একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই বিমানবন্দর ও সংলগ্ন রাস্তার দুই পাশে অবস্থান নেন হাজার হাজার সমর্থক। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান দিতে থাকেন। তারেক রহমানের বাসটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা জনতা হাত নেড়ে তাকে স্বাগত জানান। জনস্রোতের কারণে ওই এলাকায় ব্যাপক ভিড় তৈরি হলেও শৃঙ্খলা বজায় রাখতে নেতা-কর্মীরা তৎপর ছিলেন।

ট্যাগস:

বিএনপি

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন