বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশঃ ৯ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের নীতিনির্ধারণী ফোরাম তথা জাতীয় স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা শেষেই দলীয় ফোরাম থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কারণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয় যে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের প্রধান বা চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির এই জরুরি সভা আহ্বান করা হয়।
সভায় উপস্থিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সকলের সর্বসম্মতিক্রমে শূন্য থাকা পদে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে দলীয় গঠনতন্ত্রের বিধি অনুসরণ করে তিনি এখন থেকে বিএনপির প্রধান হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন