KOFIPOST

KOFIPOST

৩২ নম্বর ভাঙা বীভৎস রকমের মববাজি, বললেন রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৫, ১০:৫০ পিএম

অ+
অ-
৩২ নম্বর ভাঙা বীভৎস রকমের মববাজি, বললেন রুমিন ফারহানা

ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার রুমিন ফারহানা।


রোববার রাতে যমুনা টেলিভিশনের ‘রাজনীতি’ নামক একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “৩২ নম্বর (শেখ মুজিবুর রহমানের বাড়ি) ভাঙা হলো। এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পিছনে লাগবেন। লাগলেও কিছু যায় আসে না।”


তিনি বলেন, “২৪+২৪=৪৮ ঘণ্টা ধরে ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি। এটা ভাঙার সাথে সাথে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে। তার সাথে নাচানাচি করাসহ অনেক কিছুই হয়েছে।”


সরকারি সিদ্ধান্ত ও রাজনৈতিক দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে রুমিন বলেন, “যমুনায় (প্রধান উপদেষ্টার বাসস্থান) মিটিং করা যাবে না। কিন্তু আমরা দেখলাম, সরকারের নিজস্ব দল—যেটাকে আমি ‘রাজার দল’ বলি—তারা ঠিকই সেখানে গিয়ে মিটিং করতে পারলো এবং তার পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসলো।”

ট্যাগস:

বিএনপিরুমিন ফারহানাশেখ মুজিবুর রহমান৩২ নম্বর বাড়ি

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন