দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গে আসছে, আশায় বুক বেঁধেছে পশ্চিমবঙ্গের মানুষ


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর কয়েক দিনের অপেক্ষা। এরই মধ্যে পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। কিন্তু পূজার আয়োজন ইলিশ ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়, বিশেষ করে বাংলাদেশের পদ্মার সুস্বাদু ইলিশ না পেলে ভোজনরসিক বাঙালিদের আনন্দ যেন অপূর্ণ থেকে যায়।
এবারও আশার খবর নিয়ে এসেছে বাংলাদেশ। জানা গেছে, দুর্গাপূজার আগেই ভারতের পশ্চিমবঙ্গে ঢুকতে পারে পদ্মার রুপালি ইলিশ। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশ উপহার হিসেবে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে ভারতে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে অনুমতি দিয়েছে এই রপ্তানির জন্য। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আসবে এসব ইলিশ।
তবে বাজারে ইতোমধ্যেই ঢুকে পড়েছে গুজরাটের ইলিশ। যদিও স্বাদ ও গুণে তা বাংলাদেশের ইলিশের সমকক্ষ নয়, তবে দামের কারণে ক্রেতাদের একটি অংশ সেদিকেই ঝুঁকছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে ৭০০-৮০০ গ্রাম থেকে শুরু করে প্রায় দেড় কেজি পর্যন্ত গুজরাটের ইলিশ পাওয়া যাচ্ছে। ডিমওয়ালা এক কেজি ইলিশের পাইকারি দাম ৬০০ থেকে ৮০০ রুপি, আর ডিমবিহীন ইলিশ মিলছে ৯০০ থেকে ১ হাজার রুপিতে। অন্যদিকে, বাংলাদেশের এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১৯০০-২০০০ রুপিতে।
এদিকে, বাংলাদেশে এ বছর ইলিশের জোগান তুলনামূলকভাবে কম থাকায় পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি নিয়ে সংশয় প্রকাশ করেছেন হাওড়ার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। গত আগস্টে তিনি এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলেন।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন