KOFIPOST

KOFIPOST

সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে, পরীক্ষা হতে পারে আগস্টের শেষে

রাফসান শাকিল
রাফসান শাকিল

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫, ১:৫৭ পিএম

অ+
অ-
সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে, পরীক্ষা হতে পারে আগস্টের শেষে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে এই প্রথমবারের মতো রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আসন্ন ভর্তি বিজ্ঞপ্তি আগামী ২০ জুলাইয়ের মধ্যেই প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস।


তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠদানের জন্য অনুমোদন পাওয়া গেছে জুলাইয়ের শুরুতেই। এরপর থেকেই বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ চলছে। “আমরা চাই চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ হোক। তবে কোনো কারণে দেরি হলেও ২০ জুলাইয়ের মধ্যে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে,” বলেন অধ্যাপক ইলিয়াস।


আবেদন কার্যক্রম শেষ করে আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের শুরুর দিকেই ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। পরীক্ষা নেওয়া হবে পূর্বের মতোই সনাতন পদ্ধতিতে। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ভর্তি পরীক্ষায় কারিগরি সহায়তা নেওয়া হতে পারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। অধ্যাপক ইলিয়াস বলেন, “বুয়েটের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে পরীক্ষার টেকনিক্যাল দিকটা তারাই দেখবে।”


প্রশাসক জানান, সাত কলেজে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেভাবে ভর্তি কার্যক্রম পরিচালিত হতো, সেভাবেই এ বছরও কাঠামো অনুসরণ করা হবে। ২০২৩ সালে মোট ২৩ হাজার ৫২৮টি আসনে ভর্তি নেওয়া হয়েছিল। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ছিল ৮ হাজার ৬২৭টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১০ হাজার ১৯টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ছিল ৪ হাজার ৮৯২টি আসন।


তিনি আরও জানান, “আমরা বিদ্যমান কাঠামোই অনুসরণ করছি। তবে যে বিভাগগুলোতে একেবারেই শিক্ষক নেই, সেগুলোতে আপাতত ভর্তি স্থগিত রাখা হতে পারে। ভবিষ্যতে শ্রেণিকক্ষ ও শিক্ষকসংখ্যা বিবেচনায় নিয়ে আসন পুনর্বিন্যাস করা হবে।”


ভর্তি পরীক্ষায় ‘সেকেন্ড টাইম’ অর্থাৎ ২০২৩ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কি না—এই প্রশ্নে অধ্যাপক ইলিয়াস বলেন, “এখন পর্যন্ত আমরা সেকেন্ড টাইম শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার দিকেই ভাবছি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে।” তিনি আরও জানান, আগামী বছর থেকে এই সুযোগ নাও থাকতে পারে।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা সাত কলেজ—সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ—এ বছর থেকে ডিসিইউর অধীনে যাচ্ছে।


এই রূপান্তরের ফলে প্রশাসনিক ও ভর্তি কার্যক্রমে বেশ কিছু নতুনত্ব আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কাঠামো থেকে বেরিয়ে স্বাধীন ভর্তি ব্যবস্থাপনা বাস্তবায়নে ডিসিইউ নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায়।

ট্যাগস:

সাত কলেজঢাবি

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন