KOFIPOST

KOFIPOST

সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে তিতুমীর কলেজকে না রাখার দাবি শিক্ষার্থীদের

রাফসান শাকিল
রাফসান শাকিল

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫, ১২:০৫ এএম

অ+
অ-
সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে তিতুমীর কলেজকে না রাখার দাবি শিক্ষার্থীদের

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত "ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়" কাঠামোর আওতায় সরকারি তিতুমীর কলেজকে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে কলেজের মূল ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। ‘তিতুমীর রক্ষা আন্দোলন’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা “অধিভুক্তি না মুক্তি? মুক্তি মুক্তি” স্লোগানে প্রতিবাদ জানান।


মাস্টার্সের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে ঘোষণা এসেছে, সেখানে আমরা তিতুমীরকে স্বাধীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। আগেও আমাদের সাত দফা দাবির ছয়টি মেনে নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলোর বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”


অপর এক শিক্ষার্থী আফিয়া অর্ণি বলেন, “এই আন্দোলন নতুন নয়। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা এই দাবিতে সোচ্চার। সেশনজট ও পরীক্ষার ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে। আমরা চাই তিতুমীর কলেজ স্বতন্ত্র হোক।”


মানববন্ধনে শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—তিতুমীরকে পরীক্ষামূলক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত না করা, কলেজের জন্য পৃথক কাঠামো গঠন, শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, আসন সংখ্যা হ্রাস না করা, নতুন বিষয় ও অবকাঠামোর প্রস্তাব বিবেচনা, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ এবং সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া।


উল্লেখ্য, ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও অন্যান্য দাবিতে শিক্ষার্থীরা অনশন এবং মহাখালীতে অবরোধ কর্মসূচি পালন করেছিলেন। শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নাকচ হলেও অন্য দাবিগুলোর বিষয়ে আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়েছিল।

ট্যাগস:

সাত কলেজ

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন