KOFIPOST

KOFIPOST

সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগে ৫০ লাখ টাকার ঘুষ দাবি, অভিযোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে

রাফসান শাকিল
রাফসান শাকিল

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৫, ১:০৭ পিএম

অ+
অ-
সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগে ৫০ লাখ টাকার ঘুষ দাবি, অভিযোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে

ঢাকা সিটি কলেজের শিক্ষক অধ্যাপক কাজি নেয়ামুল হক অভিযোগ করেছেন— কলেজের অধ্যক্ষ পদে নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর পক্ষ থেকে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছে। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ আনেন।


অধ্যাপক নেয়ামুল হক জানান, গত ১৩ জুন অধ্যক্ষ নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেন। পরদিন গভর্নিং বডির সভায় তাকে অধ্যক্ষ পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তা অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নিকট পাঠানো হয়। তবে অভিযোগ অনুযায়ী, অনুমোদন প্রক্রিয়ায় অকারণে বিলম্ব করা হচ্ছে।


তিনি বলেন, গত ৪ জুলাই ধানমন্ডি ৮/এ অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে তাকে ডেকে নিয়ে উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আমিনুল আক্তার ভিসির পক্ষ থেকে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তিনজন সহকর্মী—ফকির মোহাম্মদ শহিদুল্লাহ, বাদশাহ আলমগীর ও জাহাঙ্গীর হোসেন। অধ্যাপক নেয়ামুল হক দাবি করেন, তিনি ঘুষ দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অধ্যাপক আমানুল্লাহ ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে একাধিকবার রাজনৈতিক প্রভাবিত ও বিতর্কিত ব্যক্তিদের পুনর্বহালের চেষ্টা করেছেন। এমনকি কলেজে অতীতে বহিষ্কৃত কয়েকজন রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট শিক্ষকের পক্ষে চাপ প্রয়োগ করেন, যাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার অভিযোগ রয়েছে।


অধ্যাপক নেয়ামুল হক বলেন, গভর্নিং বডি ও কলেজ কর্তৃপক্ষ ঘুষ ও রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধিতা করায় ভিসি আমানুল্লাহ ক্ষুব্ধ হয়ে গভর্নিং বডির চেয়ারম্যান ও সদস্য পদে একতরফাভাবে পরিবর্তন আনেন। তিনি আরও দাবি করেন, ভিসি পদে নিয়োগ পাওয়ার পরও অধ্যাপক আমানুল্লাহর পিএস তার নিকট আর্থিক সুবিধা দাবি করেছিলেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগস:

জাতীয় বিশ্ববিদ্যালয়সাত কলেজঢাকা

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন