KOFIPOST

KOFIPOST

বাংলা ১ম পত্র

‘বঙ্গভাষা” কবিতায় বিবিধ রতন বলতে কী বুঝানো হয়েছে?

রাফসান শাকিল
রাফসান শাকিল

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫, ১১:৩৮ পিএম

অ+
অ-
‘বঙ্গভাষা” কবিতায় বিবিধ রতন বলতে কী বুঝানো হয়েছে?

প্রশ্ন। “হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন,”- এ পঙক্তি দিয়ে কবি কী বুঝাতে চেয়েছেন?

অথবা, ‘হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন ব্যাখ্যা কর?

অথবা, হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন,” - এই বিবিধ রতন বলতে কবি কী বুঝিয়েছেন?


উত্তর:

‘বঙ্গভাষা’ শিরোনামের সনেটে কবি মাইকেল মধুসূদন দত্ত তার জীবনের এক গভীর ভুলের কথা তুলে ধরেছেন। তরুণ বয়সে তিনি বাংলা ভাষাকে অবহেলা করে ইংরেজি ভাষায় খ্যাতি অর্জনের চেষ্টা করেছিলেন।


তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি এই ভুল উপলব্ধি করেন। শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে তিনি বাংলায় সাহিত্যচর্চা শুরু করেন। তখন তিনি আবিষ্কার করেন, বাংলা ভাষা দীন বা দরিদ্র নয় বরং এক অপার সম্ভাবনাময় ভাষা।


বাংলা ভাষার ভান্ডারে রয়েছে সমৃদ্ধ সাহিত্য ও জ্ঞানভিত্তিক রচনার উপাদান। তিনি উপলব্ধি করেন, বাংলা ভাষাতেই বিশ্বমানের সাহিত্য সৃষ্টি সম্ভব। নিজের ভুল স্বীকার করে কবি বলেন—


“হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে (অবোধ আমি!) অবহেলা করি’ পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।”

ট্যাগস:

এইচএসসিবাংলা ১ম পত্র

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন