হাজারীবাগে ছাত্রী হোস্টেলে এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ মাসুদ রানা
প্রকাশঃ ১৮ ডিসেম্বর ২০২৫, ২:৫৬ পিএম

রাজধানীর হাজারীবাগের জিগাতলা পুরাতন কাচাবাজার রোডে একটি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে জান্নাতারা রুমি (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জান্নাতারা রুমি জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেন ও নুরজাহান বেগমের মেয়ে রুমি রাজনৈতিক কর্মকাণ্ডে বেশ সক্রিয় ছিলেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান গণমাধ্যমকে ঘটনা নিশ্চিত করে জানান যে জিগাতলার নারী হোস্টেলের পঞ্চম তলার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান যে রুমি এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী ছিলেন।
মৃত্যুর আগের দিন জান্নাতারা তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শরিফ ওসমান হাদিকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে হাদিকে ভাইকে তাদের খুব প্রয়োজন। এর আগের দিন তিনি আরও একটি পোস্টে লিখেছিলেন যে একদিন ভোর হবে কিন্তু তিনি আর উঠবেন না।
হাজারীবাগ থানার ওসি অপারেশন দেলোয়ার হোসেন বলেন যে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন