KOFIPOST

KOFIPOST

মুজিববাদী ও আওয়ামী সংবিধান পরিবর্তন করতে হবে : নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫, ১:৪৫ এএম

অ+
অ-
মুজিববাদী ও আওয়ামী সংবিধান পরিবর্তন করতে হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের বর্তমান সংবিধান মুজিববাদ ও আওয়ামী ধারার প্রতিফলন, যা জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মুক্তিযুদ্ধ, গণআন্দোলন ও ব্রিটিশবিরোধী সংগ্রামের গুরুত্ব থাকবে।


সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় আয়োজিত পথসভা ও পদযাত্রায় তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, গত ৫০ বছরে বর্তমান সংবিধান সমাজকে বিভক্ত করেছে, একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করতে পারেনি। তিনি বলেন, "বাংলাদেশে যত গুম, খুন হয়েছে, সেগুলোর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচনে যাব না। দেশের বিচারব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন, যেন ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হতে না পারে।"


তিনি বসুন্ধরা গ্রুপ ও এস আলম গ্রুপের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে বলেন, এরা দেশের মিডিয়া ও অর্থনীতি জিম্মি করে রেখেছে। "বসুন্ধরা একটি মাফিয়া গোষ্ঠী। তারা ব্যাংক লুট, জনগণের সম্পদ দখল এবং মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রকে কুক্ষিগত করেছে। গণঅভ্যুত্থানের পরও তাদের রাজনীতিক আশ্রয় দেওয়া হচ্ছে—এটা বন্ধ করতে হবে।"


তিনি বলেন, এ ধরনের ব্যবসায়ী গোষ্ঠী রাজনৈতিক সমর্থন ছাড়া টিকে থাকতে পারত না। তাই অন্তর্বর্তী সরকারকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


নাহিদ ইসলাম আরও বলেন, “যে প্রজন্ম পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়েছে, তারা কোনো ভয়কে প্রশ্রয় দেবে না। যারা আবার ভয়ের পরিবেশ ফিরিয়ে আনতে চায়, তারা ভুল করছে।”


এনসিপির পদযাত্রায় বাঁধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সিরাজগঞ্জ ও নাটোরে এনসিপির কর্মসূচিতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের বাধা বা আঘাত নেতাকর্মীরা মেনে নেবে না।


পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

ট্যাগস:

এনসিপিজাতীয় নাগরিক পার্টিনাহিদ ইসলামআওয়ামী লীগসংবিধান

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন