KOFIPOST

KOFIPOST

ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এনআইডির ৭টি সেবা স্থগিত

মোঃ মাসুদ রানা
অ+
অ-
ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এনআইডির ৭টি সেবা স্থগিত
ছবি: সংগৃহীত

ভোটার তালিকা চূড়ান্তকরণের প্রস্তুতি হিসেবে জাতীয় পরিচয়পত্রের সংশোধন ও নতুন নিবন্ধনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। আপাতত এনআইডি সংশোধনের সাতটি বিশেষ ক্ষেত্রে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যা ও শিক্ষাগত যোগ্যতার মতো বিষয়ে সংশোধনের সুযোগ বহাল থাকছে।

ফেসবুক

টেলিগ্রাম

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এনআইডিতে সাতটি বিশেষ তথ্য সংশোধনের সুবিধা স্থগিত থাকবে। ভোটার তালিকা ফাইনাল হলেই কেবল এসব সেবা আবার চালু করা হবে।

যে সাতটি বিষয়ে সংশোধন আপাতত বন্ধ রয়েছে সেগুলো হলো ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা এবং ছবি। এই ক্ষেত্রগুলোতে কোনো ধরনের পরিবর্তনের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে না।

অন্যদিকে নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে কিছু সংশোধনী সেবা চালু রাখা হয়েছে। স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম এবং টেলিফোন নম্বর সংশোধনের জন্য আবেদন করা যাবে। বিশেষত আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যা এড়াতে টেলিফোন নম্বর পরিবর্তনের সুযোগ খোলা রাখা হয়েছে বলে জানান কমিশন সচিব।

নতুন এনআইডি নিবন্ধনের কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তবে আসন্ন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর বয়স পূর্ণ করেছেন এবং নিবন্ধন সম্পন্ন করেছেন, শুধুমাত্র তাদের নামই নতুন ভোটার তালিকায় যুক্ত হবে। এই তারিখের পরে কেউ ১৮ বছর পূর্ণ করলেও তাদের নাম এই ভোটার তালিকায় স্থান পাবে না।

প্রবাসী ভোটারদের জন্যও সুখবর এসেছে। আউট অব কান্ট্রি ভোটিং নিবন্ধনের সময়সীমা আগের ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা আরও কিছুদিন সময় পাবেন ভোটার নিবন্ধনের জন্য।

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সচিব জানান, এখনো তদন্ত রিপোর্ট আসছে। পর্যায়ক্রমে যখনই সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে তখনই জনসাধারণকে জানানো হবে।

ট্যাগস:

নির্বাচন

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন