KOFIPOST

KOFIPOST

৫০ লাখ প্রবাসী ভোট টানার লক্ষ্যে কাজ করছে ইসি

মোঃ মাসুদ রানা
অ+
অ-
৫০ লাখ প্রবাসী ভোট টানার লক্ষ্যে কাজ করছে ইসি
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাক ভোটের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে এখন পর্যন্ত মোট ১২ লাখ ১৮ হাজার ৮৯৩ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৫ লাখ ৩০ হাজার ৭৫৩ জন এবং বিদেশ থেকে বাকি সংখ্যক ভোটার। লিঙ্গভিত্তিক হিসাবে ১০ লাখ ৫২ হাজার ১৩৮ জন পুরুষ এবং ১ লাখ ৬৬ হাজার ৭৫৩ জন নারী ভোটার এ পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

ফেসবুক

টেলিগ্রাম

নির্বাচন কমিশন শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। আগামী নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ও অন্যান্য যোগ্য ভোটারদের ঠিকানায় নির্দিষ্ট সময়ে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দেশের ইতিহাসে এই প্রথমবার তথ্যপ্রযুক্তি সহায়তায় ডাক ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থার আওতায় বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোট পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ভোট প্রদান করতে পারবেন। এজন্য তাদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়া আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা থাকলেও মঙ্গলবার বিকেল ৩টার পর এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন নিবন্ধনের সময় বাড়ানোর ঘোষণা দেয়।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই অ্যাপে নিবন্ধন চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব।

নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যাপে নিবন্ধিত ভোটারদের নিজ নিজ ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ভোট প্রদান শেষে ফেরত খামে সেই ব্যালট পুনরায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটকেন্দ্রে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

ট্যাগস:

নির্বাচন কমিশন

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন