KOFIPOST

KOFIPOST

ব্যারিস্টার রুমিন ফারহানাকে সতর্ক করে যা বললেন সাংবাদিক ইলিয়াস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫, ১:৩৩ পিএম

অ+
অ-
ব্যারিস্টার রুমিন ফারহানাকে সতর্ক করে যা বললেন সাংবাদিক ইলিয়াস

ব্যারিস্টার রুমিন ফারহানার একটি সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


স্ট্যাটাসে ইলিয়াস হোসেন লেখেন— “রুমিন আপা, সাবধান! আপনাকে সম্মান করতাম কিন্তু দিন-দিন মাত্রা অতিক্রম করছেন। ৩২ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্যে ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার জিনিস বের হয়ে যেতে পারে। ৩২ নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না।”



এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই ইলিয়াস হোসেনের মন্তব্যকে সমর্থন করলেও, অনেকে একে অশোভন, ব্যক্তিগত আক্রমণ এবং নারীবিদ্বেষমূলক বলে নিন্দা করেছেন।


উল্লেখ্য, রুমিন ফারহানা সম্প্রতি একটি ভিডিও বক্তব্যে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভাঙাকে "বীভৎস রকমের মববাজি" হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি বলেছিলেন— “২৪+২৪=৪৮ ঘণ্টা ধরে ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি। এটা ভাঙার সাথে সাথে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে। তার সাথে নাচানাচি করাসহ অনেক কিছুই হয়েছে।”

তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে আগেই তর্ক-বিতর্কের জন্ম দিয়েছিল। আর এবার সাংবাদিক ইলিয়াস হোসেনের কড়া প্রতিক্রিয়ায় সেই বিতর্ক আরও উসকে উঠেছে।

ট্যাগস:

রুমিন ফারহানা৩২ নম্বর বাড়ি

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন