KOFIPOST

KOFIPOST

কাঁওয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা, ধর্মীয় পরিচয় যাচাই নিয়ে বিতর্ক

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
কাঁওয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা, ধর্মীয় পরিচয় যাচাই নিয়ে বিতর্ক

ভারতে প্রতিবছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় শিবভক্তদের ঐতিহ্যবাহী তীর্থযাত্রা—কাঁওয়ার যাত্রা। এ সময় ভক্তরা হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী, বিহারের সুলতানগঞ্জসহ বিভিন্ন পবিত্র স্থান থেকে গঙ্গার জল সংগ্রহ করে দীর্ঘ পথ হেঁটে নিজেদের এলাকার শিবমন্দিরে তা উৎসর্গ করেন।


এই যাত্রাপথ ঘিরে বহু দোকান, ধাবা ও অস্থায়ী স্টল গড়ে ওঠে, যার মালিকদের মধ্যে হিন্দু ও মুসলমান—উভয় সম্প্রদায়ের মানুষই রয়েছেন। বছরের পর বছর শান্তিপূর্ণভাবেই এই ব্যবসা পরিচালিত হয়ে আসছে। তবে চলতি বছরে এক ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে এক ধাবায় কাজ করছিলেন তোজাম্মুল নামের এক মুসলিম ব্যক্তি। অভিযোগ, কাঁওয়ার যাত্রার সময় এক হিন্দু সংগঠনের সদস্যরা তাঁর ধর্মীয় পরিচয় যাচাই করতে জোরপূর্বক তাঁকে প্যান্ট খুলতে বাধ্য করেন। এনডিটিভির খবরে বলা হয়, তোজাম্মুল নিজেকে গোপাল নামে পরিচয় দিলেও, সন্দেহ হলে তাঁকে অপমানজনকভাবে আচরণ করা হয় এবং মারধরও করা হয়।


সংগঠনটির এক সদস্য এনডিটিভিকে বলেন, ‘আজকাল মিডিয়া নিজেদের সেক্যুলার দেখাতে চায়। আমরা যদি আধার কার্ড দেখতে চাই, তাতে সমস্যা কোথায়?’ সংবিধানে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের কথা তুলে ধরলে ওই সদস্য পাল্টা মন্তব্য করেন, “এই দেশ সনাতন ধর্মাবলম্বীদের, ধর্মনিরপেক্ষ নয়।”


তাঁরা প্রশ্ন তোলেন, কাঁওয়ার যাত্রাপথে হিন্দু দেব-দেবীর ছবি ঝোলানো দোকানে মুসলমানদের ব্যবসার অনুমতি কে দিয়েছে।


এই ঘটনার প্রেক্ষিতে উত্তর প্রদেশ সরকার নতুন নির্দেশনা জারি করে—যাত্রাপথে থাকা প্রতিটি দোকানে বৈধ লাইসেন্স এবং মালিকের নাম স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। সরকারের যুক্তি, ক্রেতার অধিকার আছে জানার, তিনি কার কাছ থেকে পণ্য নিচ্ছেন।


তবে সরকারের এই অবস্থানের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘বহু বছর ধরেই মুজাফ্ফরনগর বাইপাসে মুসলমানদের হোটেল ও দোকান রয়েছে। অতীতে কখনো এমন সমস্যা হয়নি। তাহলে এখন কেন এই বৈষম্যমূলক আচরণ?’


ওয়াইসির মতে, এই পদক্ষেপ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার পরিপন্থী।

ট্যাগস:

ভারতমুসলিম নিপীড়নহিন্দুত্ববাদী

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন