KOFIPOST

KOFIPOST

ট্রান্সনিস্ট্রিয়ায় সমকামীতা, লিঙ্গ পরিবর্তনে সমর্থন ও সন্তানবিহীন জীবনধারা প্রচারে কঠোর নিষেধাজ্ঞা

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৫, ২:৪৮ পিএম

অ+
অ-
ট্রান্সনিস্ট্রিয়ায় সমকামীতা, লিঙ্গ পরিবর্তনে সমর্থন ও সন্তানবিহীন জীবনধারা প্রচারে কঠোর নিষেধাজ্ঞা

ট্রান্সনিস্ট্রিয়ার নেতা ভাদিম ক্রাসনোসেলস্কি গত ৩০ জুলাই একসঙ্গে সাতটি নতুন আইন স্বাক্ষর করেছেন। এসব আইনে নিষিদ্ধ করা হয়েছে “এলজিবিটিকিউ+ প্রচার”, সন্তান না নেওয়ার জীবনধারা এবং বাবা-মায়ের প্রতি “অশ্রদ্ধা”। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ৯,২০০ ট্রান্সনিস্ট্রিয়ান রুবল (প্রায় ৪৭০ ইউরো যা বাংলাদেশী মুদ্রায় ৬৫ হাজার টাকা) জরিমানা, এমনকি সর্বোচ্চ ১৫ দিনের প্রশাসনিক কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।


নতুন আইনগুলো গণমাধ্যম, বিজ্ঞাপন, তথ্যপ্রচার, শিশু সুরক্ষা, চলচ্চিত্র ও প্রশাসনিক কোডসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হবে। রাশিয়ার আইনের মতোই এখানে সমকামীতা বা লিঙ্গ পরিবর্তনকে সমর্থনকারী যেকোনো তথ্য প্রচার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সন্তানবিহীন জীবনধারা প্রচার বা বাবা-মায়ের প্রতি অসম্মানজনক বক্তব্যও এর আওতায় পড়বে।


আইন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা কার্যকর হবে গণমাধ্যম, চলচ্চিত্র, বই, ইন্টারনেট, শিক্ষামূলক উপকরণ ও বিজ্ঞাপনসহ সব ক্ষেত্রে। স্বাক্ষরের ১৪ দিন পর এগুলো কার্যকর হবে।


মানবাধিকার সংস্থা প্রোমো-লেক্স বলছে, এসব আইনের ধারা অত্যন্ত অস্পষ্ট, যা সরাসরি মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও প্রজনন অধিকারকে সীমিত করবে। সংস্থাটির আশঙ্কা, এ কারণে সাধারণ মানুষ হয়রানি ও নিপীড়নের শিকার হতে পারেন। এমনকি ট্রান্সনিস্ট্রিয়ার নাগরিকত্ব না থাকা ব্যক্তিদের অবৈধভাবে গ্রেপ্তারও করা হতে পারে।


রাশিয়ায় এলজিবিটিকিউ+ প্রচার নিষিদ্ধ আইন চালু হয় ২০১৩ সালে। প্রথম দিকে এ আইন প্রয়োগ সীমিত থাকলেও সময়ের সঙ্গে মামলার সংখ্যা বাড়তে থাকে। ২০১৩ সালের ডিসেম্বরে অ্যাক্টিভিস্ট নিকোলাই আলেক্সিয়েভ ও ইয়ারোস্লাভ ইয়েভতুশেঙ্কোকে প্রথমবার এ আইনে দোষী সাব্যস্ত করা হয়। তাদের অপরাধ ছিল একটি প্ল্যাকার্ড বহন করা- যাতে লেখা ছিল, “সমকামী প্রচারণা বলে কিছু নেই। সমকামী হওয়া যায় না, সমকামী জন্মগত।”


রাশিয়ার বিচার বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে এ ধরনের ২২১টি প্রশাসনিক মামলা আদালতে গিয়েছে। এগুলোর মধ্যে ছিল “অপ্রচলিত যৌন সম্পর্ক”, “লিঙ্গ পরিবর্তন”, “পেডোফিলিয়া প্রচারণা” এবং এমন তথ্য প্রচার যা শিশুদের লিঙ্গ পরিবর্তনে উৎসাহিত করতে পারে বলে অভিযোগ করা হয়েছে।


সোর্সঃ হটনিউজ

ট্যাগস:

ইউরোপট্রান্সজেন্ডারসমকামীএলজিবিটিকিউনিষেধাজ্ঞা

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন