KOFIPOST

KOFIPOST

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ কাজাখস্তানে নিষিদ্ধ হলো বোরকা-হিজাব

মোঃ মাসুদ রানা
অ+
অ-
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ কাজাখস্তানে নিষিদ্ধ হলো বোরকা-হিজাব

৭০ শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তানে নিষিদ্ধ করা হয়েছে বোরকা ও নিকাব। দেশটির পার্লামেন্ট নতুন এই আইন পাস করার পর তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ।


আইনে বলা হয়েছে, যে সব পোশাক ‘মুখ শনাক্ত করতে বাধা দেয়’ সেগুলোকে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


সরকার বলছে, নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মুখ ঢেকে রাখলে কাউকে চেনা কঠিন হয়, যা আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করে।


তবে এই নিষেধাজ্ঞার কিছু ব্যতিক্রম আছে। যেমন- চিকিৎসার কারণে, ঠান্ডা আবহাওয়ায়, চাকরির প্রয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জরুরি সেবার কাজে মুখ ঢেকে রাখা যাবে।


এর আগেও কাজাখস্তানে ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা বন্ধ করা হয়, পরে ২০২৩ সালে শিক্ষকরাও এর আওতায় আসে।

ট্যাগস:

এশিয়া

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন