KOFIPOST

KOFIPOST

নবম-দশম শ্রেণীর ইংরেজি বইয়ে সমকামী ছবির উৎস ঘিরে নতুন বিতর্ক

মোঃ মাসুদ রানা
অ+
অ-
নবম-দশম শ্রেণীর ইংরেজি বইয়ে সমকামী ছবির উৎস ঘিরে নতুন বিতর্ক

জাতীয় শিক্ষাক্রমের নবম ও দশম শ্রেণীর ইংরেজি পাঠ্যবইয়ের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বইয়ের সেন্স অব সেলফ বা আত্মপরিচয় বোধ শীর্ষক অধ্যায়ে একটি ছবি ব্যবহার করা হয়েছে যা মূলত সমকামী বা এলজিবিটিকিউ সম্প্রদায়ের একজন ব্যক্তির আত্মপরিচয়ের সংকট বিষয়ক প্রবন্ধ থেকে নেওয়া। বিষয়টি জানাজানি হওয়ার পর জনমনে নানা প্রশ্ন ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ফেসবুক

টেলিগ্রাম

অনুসন্ধানে দেখা গেছে যে বইটিতে ব্যবহৃত রেইনবো বা রংধনু পটভূমির ছবিটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে রিকভারি ইন দ্য বিন নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে প্রথম দেখা গিয়েছিল। হ্যাট্টি পোর্টার নামক একজন লেখকের লেখা ওই প্রবন্ধে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা বিপিডি নামক মানসিক সমস্যায় আক্রান্ত একজন সমকামী ব্যক্তির আত্মপরিচয়ের অস্থিরতা নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে লেখক তার ব্যক্তিজীবনের মানসিক লড়াই এবং সমকামী সত্তাকে একটি রাজনৈতিক ও পরিচয় সংকটের অংশ হিসেবে তুলে ধরেন। ইন্টারনেট থেকে নেওয়া এই ছবিটির মূল উৎস এবং এর পেছনের প্রেক্ষাপট এমন একটি বিষয়ের সাথে জড়িত যা আমাদের দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বলে অনেকে মনে করছেন।

নতুন এই পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অধ্যায়ে শিক্ষার্থীদের মূলত নিজেদের অবস্থান এবং সমাজের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অধ্যায়ের অন্যান্য অংশে মহান মুক্তিযুদ্ধে ১৭ বছর বয়সী তরুণের অংশগ্রহণ এবং জামাইকা কিনকায়েডের গার্ল নামক গদ্যের মাধ্যমে সমাজের চাপিয়ে দেওয়া লিঙ্গীয় ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে। এ ছাড়া কবি ওয়াল্ট হুইটম্যানের কবিতার মাধ্যমে নারী ও পুরুষের কাজের প্রথাগত বিভাজন নিয়ে শিক্ষার্থীদের বিতর্কের সুযোগ রাখা হয়েছে। তবে এসব ইতিবাচক আলোচনার ভিড়ে সমকামী প্রেক্ষাপটের একটি ছবি ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সচেতন মহল। তারা মনে করছেন নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটে এমন ছবি ব্যবহারের পরিবর্তে ইন্টারনেট থেকে বিতর্কিত উৎসের ছবি ব্যবহার করা পাঠ্যপুস্তকের মান ও উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

ট্যাগস:

সমকামী

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন