KOFIPOST

KOFIPOST

হিমছড়ি সমুদ্রসৈকতে চবি শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

রাফসান শাকিল
রাফসান শাকিল

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫, ৬:১৩ পিএম

অ+
অ-
হিমছড়ি সমুদ্রসৈকতে চবি শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। নিখোঁজ দুজন হলেন বগুড়ার আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তিনজনই চবির শহীদ মো. ফরহাদ হোসেন হলে আবাসিক ছিলেন।


সঙ্গে থাকা আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া জানান, মঙ্গলবার ভোরে হিমছড়ি জাদুঘরের পাশে সৈকতে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা দুজন ছাতার নিচে আশ্রয় নিলেও সাবাবসহ বাকি তিনজন সাগরে ছিলেন। তাদের বারবার সর্তক করার পরও তারা সাগরেই থেকে যান। একপর্যায়ে স্রোতে তলিয়ে যান তারা। কিছুক্ষণ পর সাবাবের মরদেহ ভেসে আসে।


হিমছড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক সোমনাথ বসু বলেন, উদ্ধার হওয়া মরদেহটি চবির শিক্ষার্থী সাবাবের। নিখোঁজ দুইজনকে উদ্ধারে চেষ্টা চলছে।


ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, উত্তাল সাগরে স্রোতের কারণে ডুবুরি নামানো কষ্টকর হয়ে পড়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।


সি-সেইফ লাইফ গার্ডের সিনিয়র সদস্য মো. ওসমান জানান, সমুদ্রে জোয়ারের সময় তারা নামায় দুর্ঘটনা ঘটে। এখন ভাটার সময় ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।


চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, শিক্ষার্থীরা নিজ উদ্যোগে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং বিভাগের পক্ষ থেকে শিক্ষক প্রতিনিধিরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

ট্যাগস:

চবিচট্টগ্রামহিমছড়ি সমুদ্র সৈকত

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন