হাতীবান্ধার হাজিরমোড়ে পূর্ববিরোধের জেরে যুবককে চাপাতি দিয়ে আঘাত


লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার হাজিরমোড় এলাকায় পূর্ববিরোধের জের ধরে এক যুবককে চাপাতি দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম ফরিদুল ইসলাম (৩৭), পিতা রবিউল ইসলাম (৬৪)। অভিযুক্ত ব্যক্তি হলেন মজিবর রহমান (৪৫)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে, হাজিরমোড় বাজারে।
ভুক্তভোগী ফরিদুল ইসলাম জানান, তিনি বাজারে সিরাজুল মিয়ার দোকানের সামনে দাঁড়িয়ে টাকা গুনছিলেন। এসময় পূর্বঘটনার জের ধরে তার সাথে মজিবর রহমানের কথা কাটাকাটি হয়। হঠাৎ অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে চাপাতি বের করে তার মাথায় আঘাত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবর রহমান বিগত দুই মাস ধরে সবসময় সঙ্গে দেশীয় অস্ত্র বহন করে চলাফেরা করতেন।
বর্তমানে ফরিদুল ইসলাম হাতীবান্ধা সরকারি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তার এক আত্মীয় জানান, মাথায় গভীর আঘাতের কারণে আটটি সেলাই দিতে হয়েছে।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন