KOFIPOST

KOFIPOST

চলতি বছরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: রিজওয়ানা হাসান

রাফসান শাকিল
রাফসান শাকিল

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫, ১:১৮ পিএম

অ+
অ-
চলতি বছরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: রিজওয়ানা হাসান

তিস্তা নদী ব্যবস্থাপনা ও উন্নয়নে গৃহীত তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এ প্রকল্পের মাঠপর্যায়ের জরিপ ও প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্ত নকশা ও বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে সরকার।


মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষা কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, “গত কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। পরিকল্পনাটির মাঠভিত্তিক অংশ শেষ হয়েছে। এখন নীতিগত এবং কারিগরি বিষয় চূড়ান্ত করার কাজ চলছে। এ লক্ষ্যে আগামী ১৭ জুলাই আমরা বিশেষজ্ঞদের সঙ্গে বসে মূল পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত আলোচনা করব।”


উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, “এই পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করেই মহাপরিকল্পনার মূল কাঠামো তৈরি হবে। এরপর প্রস্তাবনাটি সরকারের কাছে উপস্থাপন করা হবে। সরকারের অনুমোদনের পর ইআরডি (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) এর মাধ্যমে পরিকল্পনাটি পাঠানো হবে চায়নিজ কর্তৃপক্ষের কাছে। তারা বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দেবে। এর ওপর ভিত্তি করেই বাস্তবায়নের কাজ শুরু হবে।”


তিনি জানান, “তিস্তা প্রকল্পটি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। তাই এটি বাস্তবায়নে উভয় দেশের সম্মতি ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একপক্ষ একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারবে না।”


তিস্তা নদীভিত্তিক এই মহাপরিকল্পনার মাধ্যমে নদী শাসন, সেচ সুবিধা সম্প্রসারণ, জলাধার তৈরি, কৃষি উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদীপারের মানুষের জীবিকায় টেকসই পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে সরকার। বিশেষ করে উত্তরাঞ্চলের কয়েকটি জেলাজুড়ে বসবাসকারী লাখো মানুষের জীবনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সড়কপথে রওনা দেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা তীর রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী এবং পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

ট্যাগস:

তিস্তাডিমলালালমনিরহাট

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন