সুষ্ঠু বিচার হলে আওয়ামী লীগ হিমালয়ের নিচে চাপা পড়বে

মোঃ আব্দুল আলিম
প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১:১২ পিএম

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু বিচার হলে আওয়ামী লীগ হিমালয় পরিমাণ অপরাধের বোঝায় চাপা পড়বে। তিনি খুনিদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু নির্বাচনকে এখন জনগণের প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন। শুক্রবার নরসিংদীর সাটিরপাড়া মাঠে জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "আওয়ামী লীগের হিমালয় পরিমাণ অপরাধের বিচার হলে তারা হিমালয়ের নিচে চাপা পড়বে। ২৪ এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী আপসহীন থাকবে। আগামীতে সাম্য ও সুন্দর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।"
তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, আগামীর বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখতে। তিনি আরও বলেন, "ফ্যাসিবাদ বিদায় নিলেও জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফেরত পেতে আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়।"
জনসভায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করেছে।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন