২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যুতের মাঠে, সমঝতা প্রায় চুড়ান্ত


২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতে পারে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এমন ইঙ্গিত দিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার।
পত্রিকাটির প্রতিবেদক হোসে ফেলিক্স দিয়াজ দাবি করেছেন, ফিফা ও রিয়াল মাদ্রিদের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে, যার ফলে বার্নাব্যু ফাইনাল আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সিদ্ধান্ত প্রায় নিশ্চিত।
২০২৬ সালের পর ২০৩০ সালের আসর হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে। এবার তিন দেশ—মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। স্পেনের যে শহরগুলো ম্যাচ আয়োজন করবে সেগুলোর মধ্যে আছে আকোরুনা, বার্সেলোনা, বিলবাও, লাস পালমাস, মাদ্রিদ, মালাগা, সান সেবাস্তিয়ান, সেভিয়া ও জারাগোজা।
তবে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মাদ্রিদই। কারণ ফাইনাল আয়োজনে সবচেয়ে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচিত হচ্ছে বার্নাব্যু।
অন্যদিকে, বার্সেলোনাও তাদের সংস্কারাধীন স্পটিফাই ক্যাম্প ন্যুতে ফাইনাল আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্লাবটির সহ-সভাপতি এলেনা ফোর্ট বলেছেন, ‘প্রত্যেকেরই তাদের অবস্থান জানানোর অধিকার আছে, তবে ক্যাম্প ন্যু বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত।’
তবে নির্মাণ কাজের বিলম্ব, বাজেট সংকট ও সময়সীমা নিয়ে অনিশ্চয়তা থাকায় ক্যাম্প ন্যুর প্রস্তাব অনেকটাই পিছিয়ে গেছে বার্নাব্যুর তুলনায়।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন