স্টারলিংক অর্ডার করে সিন্ডিকেট জটিলতায় বিপাকে শত শত বাংলাদেশি গ্রাহক

মোঃ মাসুদ রানা
প্রকাশঃ ৪ জুলাই ২০২৫, ২:২১ পিএম

বাংলাদেশে উচ্চগতির স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবার সম্ভাবনা নিয়ে আশার আলো জাগিয়েছিল স্টারলিংক। সরকারের অনুমোদনের পর অনেক গ্রাহক ডিভাইস অর্ডারও করেন। শুরুতে কয়েকজনের হাতে অল্প সময়েই ডিভাইস পৌঁছালেও, পরবর্তীতে এই প্রক্রিয়া থমকে যায়। বর্তমানে শত শত গ্রাহক ডিভাইসের ডেলিভারি না পেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সূত্র জানায়, কাস্টমস সংক্রান্ত জটিলতা ও একটি প্রভাবশালী আমদানি সিন্ডিকেটের কারণে স্টারলিংকের সরঞ্জাম শিপমেন্ট আটকে আছে। একদিকে গ্রাহকদের বৈধভাবে অর্ডার করা ডিভাইস কাস্টমস জটিলতায় আটকে থাকলেও, অন্যদিকে কিছু অনলাইন পেইজ ও দোকানে বিকল্প পথে আনা স্টারলিংক ডিভাইস সহজেই পাওয়া যাচ্ছে—যেখানে তেমন কোনো কাস্টম বাধা দেখা যাচ্ছে না।
স্টারলিংকের বাংলাদেশি ব্যবহারকারীরা সামাজিক মাধ্যমে ও বিভিন্ন গ্রুপে অভিযোগ করছেন, বারবার যোগাযোগ করেও তারা কোনো নির্ভরযোগ্য তথ্য বা সমাধান পাচ্ছেন না। স্টারলিংক কর্তৃপক্ষও স্পষ্ট জানিয়েছে, কাস্টমস জটিলতার কারণে নতুন করে কোনো শিপমেন্ট পাঠানো আপাতত সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিকে অনেকেই সরকারের একটি প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী উদ্যোগের সামনে বড় বাধা হিসেবে দেখছেন। তারা মনে করছেন, কাস্টমস ও অনানুষ্ঠানিক সিন্ডিকেটের দৌরাত্ম্যে প্রকৃত গ্রাহকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে, রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে মতভেদ দেখা গেছে। বিএনপির কিছু সিনিয়র নেতার মন্তব্য অনুযায়ী, তারা মনে করেন বাংলাদেশে স্টারলিংক আনার পেছনে কিছু বিদেশি স্বার্থ জড়িত থাকতে পারে। তাদের দাবি অনুযায়ী, বিএনপি সরকার ক্ষমতায় এলে স্টারলিংকের কার্যক্রম নিয়ে পুনর্মূল্যায়ন করা হতে পারে এবং প্রয়োজনে এর ওপর বিধিনিষেধ আরোপের কথাও ভাবা হতে পারে।
সবমিলিয়ে, স্টারলিংকের বাংলাদেশে ভবিষ্যৎ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ সমস্যার দ্রুত সমাধানে সরকারি পর্যায়ে কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।
সূত্র: PUSAB
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন