স্মার্টফোন টিপস
স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর ১০টি কৌশল


আমরা অনেকেই দিনের বড় একটা সময় স্মার্টফোনে কাটাই— কখনো ফেসবুক, কখনো ইউটিউব, আবার কখনো দরকারি কল বা অফিসের কাজ। কিন্তু একটা সমস্যা প্রায় সবারই ফোনের চার্জ যেন ঠিকমতো থাকে না! সকালে ফুল চার্জ দিলেও দুপুরেই ফোন নিস্তেজ! তাই দরকার একটু সচেতনতা, কিছু সহজ অভ্যাস, আর কিছু ছোট্ট টিপস— যেগুলো অনুসরণ করলে ব্যাটারির আয়ু যেমন বাড়বে, তেমনি ফোনও সারাদিন সঙ্গী হয়ে থাকবে। চলুন জেনে নিই এমন ১০টি কার্যকর কৌশল:
স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর ১০টি কৌশল
স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। কিন্তু হঠাৎ চার্জ শেষ হয়ে গেলে অপ্রস্তুত হয়ে পড়ি সবাই। তাই আজ জানবো কীভাবে খুব সহজ কিছু কাজ করে আপনার ফোনের ব্যাটারি অনেকক্ষণ টিকিয়ে রাখতে পারেন।
১. স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন
অনেক সময় আমরা ফোনের আলো (Brightness) এতটাই বাড়িয়ে রাখি, যেন চোখে লাগে! অথচ এতটা আলো সবসময় দরকার পড়ে না। আপনি চাইলে Auto-Brightness চালু করে দিতে পারেন, এতে ফোন নিজেই আলো কম-বেশি করবে। আর না চাইলে নিজে Brightness কমিয়ে রাখুন। এতে শুধু চোখই রক্ষা পাবে না, ব্যাটারিও অনেকক্ষণ থাকবে।
২. অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন
আমরা অনেক সময় এমন কিছু অ্যাপ ফোনে রাখি যেগুলো ব্যবহারই করি না। কিন্তু ওগুলো পেছনে পেছনে চলতে থাকে, আর চুপিচুপি চার্জ খেয়ে ফেলে। ফোনের Settings > Battery Usage এ গিয়ে দেখে নিন, কোন অ্যাপ বেশি ব্যাটারি খাচ্ছে। যেগুলো আপনার দরকার নেই, সেগুলো বন্ধ করে দিন বা আনইনস্টল করুন।
৩. GPS বা লোকেশন সার্ভিস বন্ধ রাখুন
লোকেশন সার্ভিস (GPS) আপনার জায়গা ট্র্যাক করে, কিন্তু সেটা করতে গিয়ে প্রচুর চার্জ খরচ হয়। তাই আপনি যখন ম্যাপ, রাইড শেয়ার, বা ডেলিভারি অ্যাপ ব্যবহার করছেন না, তখন GPS বন্ধ রাখাই ভালো।
৪. ব্লুটুথ, ওয়াই-ফাই ও মোবাইল ডেটা ব্যবহার শেষে বন্ধ করুন
অনেকেই ব্লুটুথ, ওয়াই-ফাই, বা ডেটা সবসময় চালু রাখেন। কিন্তু আপনি যখন ওগুলো ব্যবহার করছেন না, তখনও সেগুলো চার্জ খেয়ে যায়। তাই যখন দরকার নেই, এসব ফিচার বন্ধ রাখুন। প্রয়োজন হলে আবার অন করে নিন।
৫. ব্যাটারি সেভার মোড চালু করুন
প্রায় সব স্মার্টফোনেই এখন Battery Saver নামে একটা অপশন থাকে। এটা চালু করলে ফোন কিছু অপ্রয়োজনীয় কাজ কমিয়ে দেয়— যেমন, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলা, আলো কমিয়ে দেওয়া ইত্যাদি। ফলে চার্জ দীর্ঘস্থায়ী হয়।
৬. লাইভ ওয়ালপেপার আর অ্যানিমেশন বাদ দিন
মনে হয় খুব সুন্দর দেখায় যদি হোমস্ত্রীনে পাখি উড়ছে, পানির ঢেউ চলছে, স্ক্রিন ঘোরালেই ট্রানজিশন! কিন্তু এসব ভিজ্যুয়াল সুন্দর জিনিসই সবচেয়ে বেশি ব্যাটারি খায়। তাই লাইভ ওয়ালপেপারের বদলে সাধারণ ছবি ব্যবহার করুন, ফোনও হালকা থাকবে, চার্জও বাঁচবে।
৭. সবসময় অ্যাপ আপডেট করে রাখুন
অনেকেই বলে "নতুন আপডেটে ফোন স্লো হয়ে যায়!" কিন্তু বাস্তবতা হলো, পুরাতন ভার্সনে অনেক সমস্যা (বাগ) থাকে, যেগুলো বেশি চার্জ খরচ করে। ডেভেলপাররা নতুন আপডেটে এসব ঠিক করে দেন। তাই যতটা সম্ভব আপনার অ্যাপ ও অপারেটিং সিস্টেম আপডেট রাখা ভালো।
৮. ভাইব্রেশন অফ রাখুন
আপনি জানেন কি ভাইব্রেশন মোড সাউন্ডের চেয়ে বেশি ব্যাটারি খরচ করে? তাই যদি আশেপাশে শব্দ না করলেও চলে, তবে ভাইব্রেশন বন্ধ রাখুন। মেসেজ বা কল এলেও শুধু স্ক্রিনে নোটিফিকেশন দেখলেই অনেক সময় চলে।
৯. রাতে ঘুমাতে যাওয়ার আগে এয়ারপ্লেন মোড অন করুন
রাতে তো আর কেউ কল করে না, বা আপনি ফোন ব্যবহার করেন না। তাহলে এয়ারপ্লেন মোড চালু করে রাখুন। এতে ফোন সিগন্যাল খোঁজা, ওয়াই-ফাই স্ক্যান করা, ব্যাকগ্রাউন্ডে চলা সব কিছু বন্ধ করে দেয়। ফলে আপনি সকালে উঠেও দেখতে পাবেন, চার্জ প্রায় আগের মতোই আছে!
১০. অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন
প্রতি মিনিটে একেকটা অ্যাপ থেকে নোটিফিকেশন আসে— স্ক্রিন জ্বলে উঠে, ভাইব্রেট করে, আবার শব্দ হয়। এসবের পেছনে ব্যাটারির উপর বাড়তি চাপ পড়ে। তাই আপনি যদি কোনো অ্যাপ নিয়মিত ব্যবহার না করেন, তাহলে তার নোটিফিকেশন বন্ধ করে দিন।
এই কৌশলগুলো খুব সাধারণ, কিন্তু কার্যকর। আপনি সবগুলো না মানলেও, কয়েকটি নিয়মিত ব্যবহার করলেই ব্যাটারির আয়ু অনেক বাড়বে। আর মোবাইল ব্যবহারেও আসবে স্মার্টনেস।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন