KOFIPOST

KOFIPOST

বিয়ের আগে হবু বউকে দেখা ও আংটি পরানো কি জায়েজ?

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা

প্রকাশঃ ১২ জুলাই, ২০২৫, ২:৪৩ পিএম

অ+
অ-
বিয়ের আগে হবু বউকে দেখা ও আংটি পরানো কি জায়েজ?
ছবি: সংগৃহীত

প্রশ্ন: আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, বিয়ের জন্য পাত্রী দেখার সময় কিছু লোক কনুই পর্যন্ত হাত এবং হাঁটুর নিচ পর্যন্ত পা দেখে থাকেন। এমনকি কেউ কেউ পাত্রীকে নিজের হাতে আংটি পরিয়ে দেন। এখন প্রশ্ন হচ্ছে— এভাবে পাত্রী দেখা কি ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ?


উত্তর: ইসলাম বিয়ের আগে পাত্রীকে দেখা বা পরিচিত হওয়ার অনুমতি দিয়েছে, তবে তা নির্দিষ্ট সীমার মধ্যে। নবিজি (সা.) সাহাবিদের উৎসাহ দিতেন বিয়ের আগে পাত্রী দেখে নিতে।


উদাহরণস্বরূপ, সাহাবি জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, “তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দিতে চাও, তবে তার এমন কিছু দেখো, যা তোমার মধ্যে আগ্রহ জাগাতে পারে।” (সুনানে আবু দাউদ: ২০৮২)

আরেক সাহাবি মুগিরা বিন শোবা (রা.) বলেন, “আমি এক নারীকে বিয়ের প্রস্তাব দিলাম। রাসুল (সা.) জিজ্ঞেস করলেন, ‘তুমি কি তাকে দেখেছো?’ আমি বললাম, ‘না।’ তখন তিনি বললেন, ‘তাহলে তাকে দেখে নাও। এতে করে তোমাদের দাম্পত্য জীবনে ভালোবাসা ও সমঝোতা বাড়বে।’” (তিরমিজি: ১০৮৭)

তাহলে কী দেখা যাবে?

বিয়ের উদ্দেশ্যে পাত্রী দেখার সময় শুধু চেহারা এবং দুই হাত কব্জি পর্যন্ত ও পায়ের টাখনু পর্যন্ত দেখা অনুমোদিত। এর বেশি কিছু যেমন—হাতের কনুই পর্যন্ত, বা হাঁটুর নিচ পর্যন্ত দেখা— শরীয়তসম্মত নয়।


আর স্পর্শ করার বিষয়টি একেবারেই নিষিদ্ধ। অর্থাৎ পাত্রীকে নিজের হাতে আংটি পরিয়ে দেওয়া জায়েজ নয়। যদি আংটি পরাতে হয়, তবে সেটা পাত্রী পক্ষের কোনো মহিলা বা মাহরাম পুরুষের মাধ্যমে করা যেতে পারে।


সবশেষে বলা যায়

  • বিয়ের উদ্দেশ্যে পাত্রী দেখা জায়েজ, তবে নির্দিষ্ট সীমার মধ্যে।
  • চেহারা, দুই হাতের কব্জি পর্যন্ত এবং পায়ের টাখনু পর্যন্ত দেখা যেতে পারে।
  • সরাসরি ছোঁয়া বা আংটি পরিয়ে দেওয়া শরীয়তসম্মত নয়।

সুতরাং ইসলামের দৃষ্টিতে শালীনতা বজায় রেখে, সীমার মধ্যে থেকে পাত্রী দেখা এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়াই উত্তম ও শরীয়তসম্মত পদ্ধতি।

ট্যাগস:

ইসলামহবু বউআংটি

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন