কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলিতে ২ ভারতীয় সেনা নিহত


ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। ভারতের দাবি, পাকিস্তান থেকে আসা সশস্ত্র ব্যক্তিদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে মঙ্গলবার রাতে পাকিস্তানের ‘বর্ডার অ্যাকশন টিম’ (বিএটি) হামলার চেষ্টা প্রতিহত করে ভারতীয় সেনারা। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়, যাতে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য প্রাণ হারান।
ভারতীয় সেনার সূত্র জানিয়েছে, হামলাটি ঘটে টিক্কা পোস্ট এলাকায়। অন্ধকারে পাকিস্তানি বাহিনী বিএটি হামলার চেষ্টা করলে ভারতীয় সেনারা পাল্টা জবাব দেন। এতে গুরুতর আহত হন হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানোথ অনিল কুমার। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। এর আগে, ১১ আগস্ট বারামুল্লায় দায়িত্ব পালনকালে আরেক ভারতীয় সেনা নিহত হন।
এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন সীমান্তে ভারতীয় বাহিনী ‘অপারেশন আখাল’ নামে অভিযান চালাচ্ছে। দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর ১ আগস্ট থেকে এই অভিযান শুরু হয়। অভিযানের নবম দিনে ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং নিহত হন। ওই সময় নিরাপত্তা বাহিনী পাঁচজনকে হত্যা করে। ভারত বলছে, এই অভিযান মূলত লস্কর-ই-তৈয়্যবা সংগঠনের বিরুদ্ধে চালানো হচ্ছে।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন