আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত গ্রাম, নিহতের সংখ্যা বাড়ছে


আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে পুরো গ্রামজুড়ে ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো মানুষজন শোক সামলাতে পারছে না। অনেক পরিবার সবকিছু হারিয়ে বেঁচে থাকার সংগ্রামে নেমেছে। খবর: আল জাজিরা
গত সপ্তাহান্তে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে কুনার প্রদেশ কেঁপে ওঠে। এতে প্রাণ হারায় অন্তত ২ হাজার ২০০ জন। এরপর শুক্রবারও কয়েক দফা আফটারশক আঘাত হানে, এতে অন্তত ১০ জন আহত হন। নতুন করে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
ভূমিকম্পে প্রাণ হারানোদের মধ্যে আছেন কুনার প্রদেশের বাসিন্দা গুল রহিমের পরিবারের ৬৩ জন সদস্য। তার মধ্যে মাত্র পাঁচ বছরের কন্যা ফাতিমাও রয়েছে। কাঁপা কণ্ঠে তিনি বলেন, “মধ্যরাতে হঠাৎ ঘর ধসে পড়ে সবাই চিৎকার করছিল। আমি কোনোরকমে বের হতে পারলেও ছোট মেয়ে ভেতরে আটকা পড়ে যায়। চিৎকার করে বলছিল, ‘আব্বা আমাকে বাঁচাও’। কিন্তু আমরা যখন পৌঁছালাম, তখন সে আর বেঁচে নেই।”
রহিম জানান, তার আশপাশের শতাধিক প্রতিবেশীও মারা গেছেন। “মৃত আর আহতের সংখ্যা গোনা সম্ভব নয়। ভূমিকম্প এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষ হতাশায় ভেঙে পড়েছে,” বলেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত অন্তত ৬ হাজার ৭০০টি বাড়ি ধ্বংস হয়েছে। পাহাড়ি এলাকায় অধিকাংশ মানুষ কাঠ আর কাঁচা ইটের ঘরে বসবাস করতেন। শীতে তীব্র তুষারপাতের কারণে এখন তাঁবুতে থাকা দুর্গতদের জীবন আরও কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।
“আমাদের সবচেয়ে বড় চাহিদা এখন নিরাপদ ঘর। আমরা পশু-পাখি, সবকিছু হারিয়েছি। সারা বিশ্বের মানুষের কাছে সাহায্যের আবেদন জানাই,” বলেন রহিম।
তবে দুর্গম পথ, অব্যাহত আফটারশক আর সীমিত ত্রাণ কার্যক্রমের কারণে অনেক গ্রাম এখনো বিচ্ছিন্ন অবস্থায় আছে। উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করলেও হতাশার সুর বাড়ছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভূমিধস আর বন্ধ রাস্তার কারণে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। সংস্থাটি ৪ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে যাতে জরুরি চিকিৎসা, খাবার, পানি ও শিশুদের জন্য ওষুধ সরবরাহ করা যায়।
উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। ২০২৩ সালের অক্টোবরে পশ্চিমাঞ্চলীয় হেরাতে একই মাত্রার ভূমিকম্পে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। তার এক বছর আগে পাকতিকা, পাকতিয়া, খোস্ত ও নানগারহার প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান প্রায় এক হাজার মানুষ।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন