KOFIPOST

KOFIPOST

মিয়ানমারে উলফার ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, নিহত ৩ শীর্ষ নেতা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৫, ১২:০৬ পিএম

অ+
অ-
মিয়ানমারে উলফার ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, নিহত ৩ শীর্ষ নেতা

আসামের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন উলফা (আই) দাবি করেছে, মিয়ানমারে তাদের ক্যাম্প লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। গত শনিবার (১২ জুলাই) দিবাগত ভোররাতে চালানো এই হামলায় সংগঠনটির অন্তত তিনজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী এই ধরনের কোনো অভিযানের বিষয়ে অবগত থাকার কথা অস্বীকার করেছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।


উলফা (আই) কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রাত ২টা থেকে ৪টার মধ্যে ভারত-মিয়ানমার সীমান্তবর্তী বেশ কয়েকটি ক্যাম্পে একযোগে ড্রোন হামলা চালানো হয়। এতে তাদের লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেধি ওরফে নয়ন আসাম নিহত হন এবং আরও অন্তত ১৯ জন আহত হন।


বিবৃতিতে আরও জানানো হয়, নয়ন আসামের শেষকৃত্য চলাকালীন সময়েই ক্ষেপণাস্ত্র হামলায় আরও দুই শীর্ষ কর্মকর্তা— ব্রিগেডিয়ার গণেশ আসাম ও কর্নেল প্রদীপ আসাম নিহত হন।


এই ঘটনার পর ইশান আসাম নামের উলফা (আই)-এর স্বঘোষিত সেকেন্ড লেফটেন্যান্ট স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে প্রতিশোধের হুমকি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘দখলদার বাহিনী যুদ্ধবিমান দিয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমরা আসামের আদিবাসী জনগণকে জানাচ্ছি, ঔপনিবেশিক শক্তির এই বর্বর হামলার বদলা আমরা অবশ্যই নেব।’


এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গুয়াহাটির প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, ভারতীয় সেনাবাহিনীর কাছে এই ধরনের কোনো অভিযানের তথ্য নেই।


আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও গোলাঘাটে সাংবাদিকদের বলেন, আসাম পুলিশ এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় এবং আসাম থেকে এ ধরনের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। সাধারণত এমন অভিযান হলে সেনাবাহিনী পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়, কিন্তু এখনো তারা কিছু জানায়নি। হয়তো পরে বিস্তারিত জানা যাবে।


উল্লেখ্য, পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা (আই)-এর ক্যাম্পগুলো দীর্ঘদিন ধরেই মিয়ানমারে সক্রিয় রয়েছে। তারা আসামের স্বাধীনতা ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়। যদিও ২০২৩ সালের ডিসেম্বরে উলফার একটি অংশ কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিল।

ট্যাগস:

ভারতমিয়ানমারড্রোন হামলা

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন