KOFIPOST

KOFIPOST

ভারতে গরুর গো-মুত্র দিয়ে ১৯ রোগের ওষুধ বানাবে উত্তর প্রদেশ সরকার

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫, ৪:০৬ পিএম

অ+
অ-
ভারতে গরুর গো-মুত্র দিয়ে ১৯ রোগের ওষুধ বানাবে উত্তর প্রদেশ সরকার
ছবি: সংগৃহীত

প্রাচীন ভারতীয় চিকিৎসা জ্ঞানকে আধুনিকভাবে পুনর্জীবিত করতে ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে উত্তর প্রদেশ সরকার একটি ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে। তারা ‘পঞ্চগব্য’ ভিত্তিক আয়ুর্বেদিক পণ্য উৎপাদনের একটি নতুন প্রকল্প চালু করেছে। পঞ্চগব্য বলতে গরুর দুধ, দই, ঘি, মূত্র ও গোবর দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী মিশ্রণকে বোঝায়। মঙ্গলবার (০৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এশিয়া নিউজ নেটওয়ার্ক।


প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় টুথপেস্ট, মলম, সিরাপসহ বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হবে। এগুলো আধুনিক বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তৈরি ও যাচাই করে আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় যুক্ত করা হবে।


এওয়াইইউএসএইচ দপ্তরের সহায়তায় নেওয়া এই উদ্যোগে বলা হয়েছে, গরুর মূত্রের মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ঔষধি উপাদান রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই উপাদানে ডায়াবেটিস, হৃদরোগ, বাত, হাঁপানি, সাইনোসাইটিস, রক্তশূন্যতা ও ত্বকের নানা সমস্যাসহ অন্তত ১৯টি রোগের চিকিৎসায় ব্যবহার করা সম্ভব।


উত্তর প্রদেশ গউসেবা কমিশনের স্পেশাল ডিউটি অফিসার ড. অনুরাগ শ্রীবাস্তব জানান, “বৈজ্ঞানিকভাবে যাচাই করা পঞ্চগব্যভিত্তিক ওষুধ শুধুমাত্র আয়ুর্বেদিক ঐতিহ্যকে পুনর্জীবিত করবে না, বরং গো-রক্ষক, কৃষক ও গ্রামীণ যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।”


সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে গরু পালক, কৃষক ও গ্রামীন যুবকদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি এটি গ্রামীন অর্থনীতিতেও উল্লেখযোগ্য গতি এনে দিবে। পঞ্চগব্যভিত্তিক পণ্যের চাহিদা যত বাড়বে, গোশালাগুলোর গুরুত্বও ততই বৃদ্ধি পাবে।

ট্যাগস:

ভারতউত্তর প্রদেশগোমূত্র

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন