KOFIPOST

KOFIPOST

স্বর্ণের বাজারে স্বস্তি ফিরল ভরিতে প্রায় ৩ হাজার ৭০০ টাকা হ্রাস

রাফসান শাকিল
অ+
অ-
স্বর্ণের বাজারে স্বস্তি ফিরল ভরিতে প্রায় ৩ হাজার ৭০০ টাকা হ্রাস

দেশের বাজারে আবারও ভরিতে সাড়ে তিন হাজার টাকার বেশি কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন দাম অনুযায়ী মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দর ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফেসবুক

টেলিগ্রাম

বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এই হ্রাসের ফলে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা। এর আগে সর্বশেষ গত ২৬ অক্টোবর দাম কমানো হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২৭ অক্টোবর থেকে। মাত্র দুই দিনের ব্যবধানে এই দ্বিতীয় দফা মূল্য হ্রাসের ঘটনা ঘটল।

নতুন নির্ধারিত মূল্য কাঠামো অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা ধার্য করা হয়েছে। বাজুস অবশ্য স্পষ্ট করেছে যে স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে সরকারকে নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন কর্তৃক নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অবশ্যই যোগ করতে হবে। গহনার নকশা ও মানের ওপর মজুরির ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে।

এই বছর এটি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ের ৬৯তম ঘটনা। এর মধ্যে মোট ৪৮ বার দাম বাড়ানো হয়েছে এবং মাত্র ২১ বার কমানো হয়েছে। অন্যদিকে, গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার দামের ওঠানামা হয়েছিল যেখানে ৩৫ বার বৃদ্ধি এবং ২৭ বার হ্রাস লক্ষ্য করা গিয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও স্বস্তি ফিরেছে। প্রতি ভরিতে ১ হাজার ২২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে এই নিয়ে রুপার দাম ৯ বার সমন্বয় করা হলো যেখানে ৬ বার বেড়েছে এবং এবার নিয়ে মাত্র ৩ বার কমল।

ট্যাগস:

বাজুস

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন