KOFIPOST

KOFIPOST

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

রাফসান শাকিল
রাফসান শাকিল

প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫, ২:৫০ এএম

অ+
অ-
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খালেকুর রহমান (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে পৌর এলাকার মিস্ত্রীপাড়ায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের দাবি, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত খালেকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মৃত মুঞ্জুর বিশ্বাসের ছেলে। তার ছেলে হাসানুর জামান পাভেল জানান, “দুই দিন আগে বাবা জ্বরে আক্রান্ত হন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই ওষুধ খাচ্ছিলেন। ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ আসে। আমরা ভেবেছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু আজ বিকেলে তিনি হঠাৎ মারা যান।”

তবে জেলা স্বাস্থ্য বিভাগ এখনও এ মৃত্যুকে আনুষ্ঠানিকভাবে ডেঙ্গুজনিত মৃত্যু হিসেবে গণ্য করেনি। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, “আমাদের হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন না, তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।”

জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তথ্যমতে, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৭১ জন ডেঙ্গু রোগী। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে এবং কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শয্যা খালি হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ রোগীই ২০ থেকে ৪৫ বছর বয়সী এবং জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি ও শরীরে দানা ওঠার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার এবং মৃত্যু হয়েছে প্রায় ৮০ জনের।

স্বাস্থ্য বিভাগের সতর্কতা ও করণীয়

জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, “জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। পৌর এলাকা ছাড়াও সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকেও আক্রান্ত রোগী আসছে। আমরা মশা নিধন কার্যক্রম জোরদার করতে পৌরসভা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছি।”

তিনি আরও বলেন, “জনগণকে অবশ্যই সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, ফ্রিজের ট্রে, টায়ার, পাত্র বা কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।”


পরামর্শ ও সতর্কতা

জ্বর হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন

ঘনঘন পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ

বাড়িতে মশার জাল ব্যবহার করুন

দিনের বেলায়ও মশার কামড় থেকে সতর্ক থাকুন

চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে জেলার স্বাস্থ্য ব্যবস্থা চাপে পড়তে পারে। তাই এখনই প্রয়োজন সম্মিলিত সচেতনতা ও দ্রুত প্রতিরোধমূলক পদক্ষেপ।

ট্যাগস:

রাজশাহীচাঁপাইনবাবগঞ্জ

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন