KOFIPOST

KOFIPOST

উত্তরায় ১৩ ছিনতাইকারী গ্রেফতার, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান সানিও আটক

মোঃ আব্দুল  আলিম
অ+
অ-
উত্তরায় ১৩ ছিনতাইকারী গ্রেফতার, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান সানিও আটক

রাজধানীর উত্তরায় গত ২৪ ঘন্টায় পুলিশ ১৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, রড ও লোহার পাইপসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া, ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান সানি ওরফে লাড়া দে সানিকেও (২৪) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)


মঙ্গলবার দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব-১ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানিকে আটকের বিষয়টি জানানো হয়।


সাকিবুল হাসান সানি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উত্তরা পূর্ব থানার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং কিশোর গ্যাং 'লাড়া দে গ্রুপ'-এর প্রধান হিসেবে পরিচিত। র্যাব সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি খসরু চৌধুরী ও হাবিব হাসানের নির্দেশে উত্তরা আজমপুরে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দেন সানি। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানোসহ উত্তরার বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে তার গ্রুপ। সোমবার রাতে তাকে আটক করা হয়।


উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, আটক ছিনতাইকারীদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাকু, দুটি রড ও একটি লোহার পাইপ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।


এ ঘটনায় উত্তরা এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশ ও র্যাবের এ অভিযানের প্রশংসা করেছেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন।

ট্যাগস:

উত্তরাছিনতাইগ্রেফতারসানি

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন