KOFIPOST

KOFIPOST

নবদম্পতির বাইক থামিয়ে স্বামীকে কুপিয়ে স্বর্ণালংকার ছিনতাই

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
নবদম্পতির বাইক থামিয়ে স্বামীকে কুপিয়ে স্বর্ণালংকার ছিনতাই

চুয়াডাঙ্গার দর্শনার হরিশপুর-সরাবাড়িয়া সড়কে ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। মোটরসাইকেলের গতিরোধ করে এক নবদম্পতির কাছ থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের দায়ের কোপে আহত হয়েছেন স্বামী সাগর আলী।


গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


জানা যায়, সাগর ও তার স্ত্রী সাফিয়া খাতুন গতকাল রাত ৮টার দিকে দর্শনার শ্যামপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সরাবাড়িয়া সড়কের প্রতিবন্ধী স্কুলের কাছে পৌঁছলে পাঁচ-ছয়জনের একদল ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে। তারা দা দিয়ে সাগরকে কুপিয়ে স্ত্রী সাফিয়ার কাছে থাকা লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সাগর ও তার স্ত্রী চিৎকার করলে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।


পরে গ্রামবাসী এসে আহত সাগরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘সাগর নামের এক যুবককে চিকিৎসা দেওয়া হয়েছে। তার বাঁ হাতের ঘাড়ের নিচে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত।


দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ট্যাগস:

অপরাধদর্শনাচুয়াডাঙ্গাখুলনাছিনতাই

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন