KOFIPOST

KOFIPOST

কোরিয়া থেকে ফেরার পথে চীনের বিমানবন্দরে অধ্যাপক জাহাঙ্গীর আলমের মৃত্যু

রাফসান শাকিল
রাফসান শাকিল

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫, ১১:১৯ পিএম

অ+
অ-
কোরিয়া থেকে ফেরার পথে চীনের বিমানবন্দরে অধ্যাপক জাহাঙ্গীর আলমের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রখ্যাত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের ইউনান প্রদেশের কুনমিং বিমানবন্দরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্মেলন শেষে তিনি একাই ফিরছিলেন। বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।


অধ্যাপক জাহাঙ্গীর আলমের বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। তার অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক এই ঘটনায় আমরা সবাই শোকাহত। মরহুম অধ্যাপক একজন দায়িত্বশীল ও প্রাজ্ঞ শিক্ষক ছিলেন। তার মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।”


তিনি আরও জানান, চীনের কুনমিং বিমানবন্দরে মৃত্যুর পর প্রথমে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারেনি। পরে বিমান টিকিটে থাকা ট্রাভেল এজেন্সির নম্বরের মাধ্যমে যোগাযোগ করা হয়। ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবুল কাউসারের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


এদিকে, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. দিদারুল ইসলাম জানান, ড. জাহাঙ্গীর আলম ১৮-২০ জুলাই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘ইস্ট এশিয়ান সোসাইটি ফর দ্য সাইন্টেফিক স্ট্যাডি ফর রিলিজিয়ন’-এর ৭ম বার্ষিক সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে ধর্ম ও সংস্কৃতি নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন এবং সম্মেলনে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন।


দিদারুল ইসলাম আরও বলেন, “সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি দেশে ফিরছিলেন এবং বৃহস্পতিবারই (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল। এমনকি তার পরীক্ষার হলে দায়িত্বও ছিল। কিন্তু বিভাগে আসেননি দেখে আমরা খোঁজ নিতে শুরু করি। পরে তার মৃত্যুর খবর পাই।”


ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অকাল প্রয়াণে তার পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোক ও শূন্যতা নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মরদেহ দেশে এনে যথাযোগ্য মর্যাদায় দাফনের ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

ঢাকা বিশ্ববিদ্যালয়মৃত্যুঢাবি অধ্যাপক

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন