KOFIPOST

KOFIPOST

বাংলা লোককথা ও জাপানি শিল্পরীতির মিলনে তৈরি বাংলাদেশি মাঙ্গা পেলো আনুষ্ঠানিক স্বীকৃতি

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫, ২:১২ এএম

অ+
অ-
বাংলা লোককথা ও জাপানি শিল্পরীতির মিলনে তৈরি বাংলাদেশি মাঙ্গা পেলো আনুষ্ঠানিক স্বীকৃতি

বাংলাদেশের প্রথম মাঙ্গা হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘কিন্‌সা খিয়ং’। একই সঙ্গে এর স্রষ্টা শান্তনা শান্তুমা, শাহ্‌নূরুমা শান্তনা ও শাহরিন শান্তুমা’র এই সৃজনশীল জুটি ঘোষিত হয়েছেন দেশের প্রথম মাঙ্গাশিল্পী হিসেবে। এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় বার্তা সংস্থা ইউএনবি।


২০১৬ সালের অক্টোবর মাসে কিশোর সাময়িকী কিশোর আলোতে প্রথম প্রকাশিত হয় ‘কিন্‌সা খিয়ং’। চট্টগ্রামের কর্ণফুলী নদীকে ঘিরে মারমা জনগোষ্ঠীর এক প্রাচীন কিংবদন্তির ওপর ভিত্তি করে রচিত এই মাঙ্গায় জাপানি নান্দনিকতা ও বাংলা লোককথার মেলবন্ধন ঘটানো হয়েছে। প্রকাশের পর থেকেই এটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বাংলাদেশে জাপান দূতাবাসও এর প্রশংসা করে।


শান্তনা শান্তুমা “বাংলাদেশি মাঙ্গা” নামে নতুন একটি ধারা চালু করেছেন, যেখানে বাংলা গল্প ও জাপানি শিল্পরীতির সমন্বয় রয়েছে। তাদের অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত অগ্নিযোদ্ধা সিরিজ এবং লকারের চিঠি, তানাপোড়েন, বাসাপ, প্রতীক, শিকার, বহুরূপী ও আগস্টবাবুর ডায়েরি।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কপিরাইট স্বীকৃতি বাংলাদেশের সৃজনশীল খাতে মেধাস্বত্ব সুরক্ষায় বড় পদক্ষেপ। ‘কিন্‌সা খিয়ং’-এর ৯ বছর পূর্তি ও কপিরাইট অর্জন উদযাপনে শান্তনা শান্তুমা স্মারক আয়োজনের পরিকল্পনা করেছেন, যাতে পুরোনো ও নতুন পাঠকরা মাঙ্গা ধারার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

ট্যাগস:

কিন্‌সা খিয়ংমাঙ্গাঅ্যানিমে নিউজ

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন